পশুদের উপর অত্যাচারের কড়া আইনের দাবি আনুশকার

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার ১১ই আগস্ট ২০১৯ ১০:০৬ অপরাহ্ন
 পশুদের উপর অত্যাচারের কড়া আইনের দাবি আনুশকার

অবলা জীবদের সুরক্ষা নিয়ে একাধিক বার মুখ খুলেছেন আনুশকা শর্মা। এবার পশুদের সুরক্ষা নিয়ে ও পশুদের উপর অত্যাচারে কড়া আইনের দাবিতে সরব তিনি। সম্প্রতি এই নিয়ে একটি ক্যাম্পেন শুরু করেছেন আনুশকা শর্মা। এই ক্যাম্পেনটির নাম হ্যাশট্যাগ জাস্টিসফর অ্যানিমালস। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার মোট ফলোয়ার সংখ্যা ৬০ মিলিয়ন।

এরা প্রত্যেকেই এই ক্যাম্পেনে সামিল হয়েছেন। এরা সবাই পশুদের উপর হিংসা ও অত্যাচার রুখতে কড়া আইনের দাবিতে সরব হয়েছেন। কিছুদিন আগে লাকি নামে একটি কুকুরকে মুম্বইতে নৃশংস ভাবে পিটিয়ে মেরে ফেলা হয়। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আনুশকা। পশু হিংসার বেশ কয়েকটি ঘটনা সামনে এনে আনুশকা কড়া আইনের দাবি করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, আনুশকা বলছেন, লাকি একমাত্র পশু না যে মানুষের বর্বর অত্যাচারের শিকার হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। কুকুরদের উপর নির্মম অত্যাচার করে খুন করে ফেলা হচ্ছে। দেশে পশু হিংসার জন্য যে আইন রয়েছে তা সংশোন করা উচিত অবলাদের সুবিচার দিতে। প্রসঙ্গত, এর আগেও পশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকবার পদক্ষেপ করেছেন আনুশকা শর্মা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব