
প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ৪:৬

অবলা জীবদের সুরক্ষা নিয়ে একাধিক বার মুখ খুলেছেন আনুশকা শর্মা। এবার পশুদের সুরক্ষা নিয়ে ও পশুদের উপর অত্যাচারে কড়া আইনের দাবিতে সরব তিনি। সম্প্রতি এই নিয়ে একটি ক্যাম্পেন শুরু করেছেন আনুশকা শর্মা। এই ক্যাম্পেনটির নাম হ্যাশট্যাগ জাস্টিসফর অ্যানিমালস। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার মোট ফলোয়ার সংখ্যা ৬০ মিলিয়ন।
এরা প্রত্যেকেই এই ক্যাম্পেনে সামিল হয়েছেন। এরা সবাই পশুদের উপর হিংসা ও অত্যাচার রুখতে কড়া আইনের দাবিতে সরব হয়েছেন। কিছুদিন আগে লাকি নামে একটি কুকুরকে মুম্বইতে নৃশংস ভাবে পিটিয়ে মেরে ফেলা হয়। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আনুশকা। পশু হিংসার বেশ কয়েকটি ঘটনা সামনে এনে আনুশকা কড়া আইনের দাবি করেছেন।
