ধর্ষণের অভিযোগে ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে মে ২০১৯ ০৩:৩৭ অপরাহ্ন
ধর্ষণের অভিযোগে ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন গ্রেফতার

ধর্ষণের অভিযোগে পশ্চিম বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’র ২০১৫ সালের  চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে ভারতের পশ্চিম বাংলার বাঁকুড়ার বাসিন্দা সৌম্য চক্রবর্তীকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। সৌম্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন রবীন্দ্রভারতীর এক ছাত্রী। ওই তরুণীর অভিযোগ সৌম্য তাকে নিজের বাড়িতে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করেছেন।

ঘটনার পরে ওই ছাত্রী কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের ভিত্তিতেই সৌম্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০১৫ সালে সারেগামাপা-চ্যম্পিয়ন হওয়ার পরপরই প্রেমিকা রূপসাকে বিয়ে করেন সৌম্য।

ইনিউজ ৭১/এম.আর