বাংলা নববর্ষ ১৪৩২-কে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবারও আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠানের। ‘আমার মুক্তি আলোয়, আলোয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজনে থাকবে বাঙালির আলোর পথে এগিয়ে চলার আহ্বান।
শুক্রবার ধানমন্ডির ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানান, বিশ্বব্যাপী অস্থিরতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যেও ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজন হতে যাচ্ছে আলোর প্রতীক হয়ে।
তিনি বলেন, মানুষের মধ্যকার সকল অন্ধকার দূর করে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতেই এবারের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। থাকছে ৯টি সম্মেলক গান, ১২টি একক গান ও ৩টি পাঠ।
লাইসা আহমদ লিসা আরও জানান, পহেলা বৈশাখের দিন সকাল ৬টা ১৫ মিনিটে রাগ ভৈরবীতে রাগালাপের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন ছায়ানটের ইউটিউব ও ফেসবুক পেজের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, সংগীতজ্ঞ সন্জীদা খাতুনের দেখানো পথেই ছায়ানট এগিয়ে চলবে। সবাই মিলে তার আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়াই হবে তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা।
তিনি আরও বলেন, এই প্রভাতি অনুষ্ঠান শুধু এক দিনের আয়োজন নয়, বরং বাঙালি জাতিসত্তার বিকাশ ও মানবিকতার জাগরণ ঘটানোর উৎসব। গান ও পাঠের মধ্য দিয়ে সবার অন্তরে দেশাত্মবোধ জাগ্রত হবে বলে বিশ্বাস করেন তিনি।
ছায়ানটের যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ জানান, মঞ্চের প্রস্তুতির কাজ চলছে জোরেশোরে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বিঘ্নেই অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষ অংশে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ ও ‘এই বাংলা রবি ঠাকুরের, এই বাংলা কবি নজরুলের’ গান দুটি। এ সময় ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।