আজমিরীগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা, পরিবারের অদ্ভুত দাবি

নিজস্ব প্রতিবেদক
আমিনুল ইসলাম আপন - জেলা প্রতিনিধি,হবিগঞ্জ
প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১ অপরাহ্ন
আজমিরীগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা, পরিবারের অদ্ভুত দাবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল হাসিম নামে এক বৃদ্ধ। সোমবার সকাল সাতটার দিকে নিজ ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, আত্মহত্যার আগে তিনি গ্রাম্য চায়ের দোকানে বসে চা পান করেন। পরে বাড়ি ফিরে একাকী অবস্থায় ফাঁস দেন।  


আব্দুল হাসিম উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং পেশায় গ্রাম্য কবিরাজ ছিলেন। স্থানীয়দের দাবি, তার পরিবারের সদস্যরা বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। কারণ, তিনি নাকি দীর্ঘদিন ধরে ঘুমের মধ্যে ফাঁস লাগানোর স্বপ্ন দেখতেন এবং তা পরিবারের সদস্যদের বলেও আসছিলেন।  


ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃদ্ধের আত্মহত্যার পেছনে কোনো পারিবারিক বা মানসিক চাপ ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি স্থানীয়রা। তার স্ত্রী সকালে হাওরে গিয়েছিলেন, ফিরে এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।  


বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. শহিদ মিয়া বলেন, "তিনি বারবার বলতেন যে ঘুমের মধ্যে ফাঁস লাগানোর স্বপ্ন দেখেন। তবে আমরা এটাকে গুরুত্ব দেইনি। আজকের ঘটনা আমাদের হতবাক করেছে।"  


এদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান বলেন, "আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।"  


পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধ আব্দুল হাসিম মানসিকভাবে সুস্থ ছিলেন এবং তার সঙ্গে তেমন কোনো বিরূপ আচরণ করা হয়নি। তবে সম্প্রতি তিনি বেশ চিন্তিত ছিলেন বলে জানান তার এক আত্মীয়।  


এ ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, হয়তো মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন, আবার কেউ কেউ এটিকে তার স্বপ্নের প্রভাব বলেই মনে করছেন। পুলিশ সব দিক বিবেচনা করে তদন্ত চালিয়ে যাচ্ছে।