দিনাজপুরের হাকিমপুর হিলিতে ঔষধ প্রশাসনের অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে৷ ব্যনসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ঔষধ প্রশাসনের নিয়ম অনুযায়ী অভিযানের অংশ হিসেবে আজ উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্বাবধায়ক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় প্রিয়া ফামেসিকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও ৪০ (গ) এর ধারা মোতাবেক ১০ হাজার টাকা এবং আদর্শ ফার্মেসিকে ২০২৩ এর ৪০ (গ) ধারা মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।