নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল। সোমবার রাতে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের একটি তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওয়াজ-মাহফিল আয়োজন করতে গেলে বাধা দেওয়া হতো এবং ভালো বক্তাদের কারাগারে পাঠানো হতো।
গোলাম মোমিত বলেন, স্বৈরাচারী শাসন এবং জুলুমের কারণে আওয়ামী সরকারের পতন হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার বাড়বে। তিনি আরও বলেন, ওয়াজ-মাহফিল বন্ধ থাকার ফলে সমাজে অন্যায়, অত্যাচার এবং ব্যভিচার বেড়ে গিয়েছিল।
মাহফিলে প্রধান মেহমান ছিলেন ইসলামি বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী এবং প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন করিম। উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।