বুধহাটায় যুবদলের সভায় ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০২৪ ০৭:২৭ অপরাহ্ন
বুধহাটায় যুবদলের সভায় ঐক্যের আহ্বান

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বুধহাটা কলেজিয়েট স্কুল ফুটবল মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুধহাটা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু জাহিদ সোহাগ।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. রুহুল কুদ্দুস। সভাটি সঞ্চালনা করেন বুধহাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এস এম হাবিবুল্লাহ বাশার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, আজহারুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, বুধহাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সেক্রেটারি এস কে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতসহ প্রেসক্লাবের সদস্যরা।


এছাড়া কুল্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মো. রানা, একলেছুর রহমান, জমির হোসেন, আলমগীর হোসেন, মো. মিঠু এবং মুস্তাফিজুর রহমানসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা অবিস্মরণীয়। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”


সভা শেষে খুলনা ও সাতক্ষীরা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ঐতিহ্যবাহী গান ও সাংস্কৃতিক পরিবেশনায় শ্রোতারা মুগ্ধ হন।