গোপনাঙ্গ প্রদর্শন না করা পর্যন্ত জেলে পাঠানোর উপায় নেই: উরফী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার ২রা জানুয়ারী ২০২৩ ০৭:০৯ অপরাহ্ন
গোপনাঙ্গ প্রদর্শন না করা পর্যন্ত জেলে পাঠানোর উপায় নেই: উরফী

পথে পথে নিজের শরীর প্রদর্শন করে বেড়াচ্ছেন উরফি জাভেদ। যৌনতায় উসকানি দিচ্ছেন এভাবেই। তাই গ্রেপ্তার করা হোক অভিনেত্রীকে। বিজেপি নেত্রীর এই অভিযোগের এবার পালটা জবাব দিলেন উরফি। ঠিক কী বলেছেন তিনি? আসুন, জেনে নেওয়া যাক।


যতক্ষণ না তিনি গোপনাঙ্গের প্রদর্শন করছেন, ততক্ষণ পর্যন্ত কোনও আইনেই তাঁকে জেলে পাঠানোর কোনও উপায় নেই- সাফ জানালেন অভিনেত্রী উরফি জাভেদ। তাঁর বিরুদ্ধে নগ্নতার অভিযোগ তুলে উরফিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। 


উরফির এহেন পোশাকআশাক যৌন প্ররোচনা দিচ্ছে, এই মর্মে বিজেপির মহারাষ্ট্র মহিলা মোর্চার প্রেসিডেন্ট সরাসরি তাঁর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করে বসেন। এবার সেই দাবির পালটা দিলেন উরফি। নেত্রীর উদ্দেশে আক্রমণ শানিয়ে তিনি বললেন, যেখানে বিলকিস বানোর ধর্ষকরা খোলা রাস্তায় ঘুরছে, সেখানে সাংসদরা তাঁকে গ্রেপ্তার করার দাবি তুলছেন! তিনি কি তবে ধর্ষকদের চেয়েও বিপজ্জনক, এমনটাই প্রশ্ন অভিনেত্রীর।


অভিনব সব পোশাক পরার কারণে মাঝে মাঝেই ব্যঙ্গবিদ্রুপের স্বীকার হন উরফি। কিন্তু সেসব কথাকে পাত্তা দিতে তিনি একেবারেই নারাজ। কখনও গোলাপি অন্তর্বাস দেখানো জিনসের জ্যাকেট, কখনও স্রেফ সেফটিপিনের জামা পরেই রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। ডিসেম্বরেই অশ্লীলতার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করেছিলেন এক আইনজীবী। আর সম্প্রতি এমনই এক শ্যুটের পর তাঁর বিরুদ্ধে তোপ দাগেন ওই বিজেপি নেত্রী। কিন্তু নতুন বছরের শুরুতেই তাঁকে পালটা দিলেন অভিনেত্রী। 


সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের ক্ষোভ উগরে দিয়ে উরফি লিখেছেন, “এইসব রাজনৈতিক নেতানেত্রীদের জীবনে কি কোনও সত্যিকারের কাজ নেই? এই নেতানেত্রীরা, আইনজীবীরা কি একেবারেই মূর্খ?” নগ্নতা বা অশ্লীলতার সংজ্ঞা ব্যক্তির সাপেক্ষে বদলে বদলে যায়, এমনটাই মনে করেন উরফি। তাই এইসব অভিযোগ নিয়ে মাথা না ঘামিয়ে নেত্রীর জন্য অন্যরকম কিছু কাজের হদিশ দিয়েছেন তিনি।


কী বলেছেন উরফি? মুম্বইতে যেসব নারীপাচার চক্র চলছে, যেসব অবৈধ ডান্স বার চলছে, এবং বেআইনি ভাবে যে দেহব্যবসা চলছে, সেইসবের বিরুদ্ধেই নেত্রীকে রুখে দাঁড়াবার পরামর্শ দিয়েছেন তিনি। এর আগেও বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি পাওয়া নিয়ে সরব হয়েছেন উরফি। 


বলিউডের একাধিক সিনেমাকে বয়কট করার ইস্যুতে তিনি বলেছিলেন, সিনেমা নয়, ধর্ষকদের বয়কট করা হচ্ছে না কেন? আর এবার পোশাক ইস্যুতে আক্রমণের প্রেক্ষিতে ফের সেই প্রসঙ্গ টেনেই পালটা আক্রমণ শানালেন উরফি জাভেদ।

সূত্র: সংবাদ প্রতিদিন