চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০২৪ ০৭:৫২ অপরাহ্ন
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তর মতলব থানার কালিপুর বাজার সংলগ্ন মেঘনা নদীতে একদল সশস্ত্র ডাকাত ০২টি স্পিডবোট ব্যবহার করে ডাকাতি করছে। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন চাঁদপুর এবং উত্তর মতলব থানা নৌ পুলিশ যৌথভাবে একটি অভিযান শুরু করে।


অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল একটি স্পিডবোট রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্পিডবোটটি তল্লাশি করা হলে উদ্ধার হয় ১টি দেশীয় একনলা বন্দুক, ৫টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা এবং ২টি মোবাইল ফোন। এসব অস্ত্র ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলুবাজার নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জব্দকৃত আলামত এবং স্পিডবোটের মাধ্যমে সশস্ত্র ডাকাতির একটি বড় পরিকল্পনা নস্যাৎ হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য আলুবাজার নৌ-পুলিশের কাছে সব আলামত হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন।