জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে আড়াই লাখের বেশি মানুষের চিকিৎসা সেবা দিতে সংগ্রাম করছে, তবে জনবল সংকট ও অন্যান্য সমস্যার কারণে এখানে সঠিক সেবা প্রদান সম্ভব হচ্ছেনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫০ শয্যার হাসপাতাল থাকলেও চিকিৎসক ও অন্যান্য স্টাফের অভাব এই প্রতিষ্ঠানের কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এখানে ১১ জন জুনিয়র কনসালটেন্টের মধ্যে ৪ জন, ১৫ জন মেডিকেল অফিসারের মধ্যে ৫ জন এবং আবাসিক মেডিকেল অফিসারের পদ একেবারে শূন্য রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ১১০ পদের মধ্যে মাত্র ৪৭ জন কর্মরত আছেন।
এছাড়াও, চিকিৎসক সংকটের কারণে বেশ কয়েকটি বিশেষায়িত বিভাগের দায়িত্বও ডেপুটিশনে চলে গেছে অন্য হাসপাতালে। ফলে সার্জারি, অ্যানেসথেসিয়া, কার্ডিওলজি ও গাইনী বিভাগে চিকিৎসক সংখ্যা একেবারেই কম। শিয়ারের মাধ্যমে সিজার ও সার্জারি সীমিতভাবে অনুষ্ঠিত হলেও রোগীদের অনেককেই অন্যত্র রেফার করা হচ্ছে। এমনকি দন্ত চিকিৎসা বিভাগেও মেশিনের অশান্তির কারণে কার্যক্রম বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব রোগী সেবা নিতে আসেন, তাদের অধিকাংশকেই জয়পুরহাট সদর হাসপাতালে রেফার করা হয়। দানেজপুর গ্রামের আলীম আলরাজী বলেন, তার ভাগ্নের পা কেটে যাওয়ার পর তাকে পাঁচবিবি হাসপাতাল থেকে সদর হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে, পাঁচবিবি বাজারের আবুল কালাম জানান, তার নাতিকে জ্বর ও ডায়রিয়ার কারণে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হলেও একই কারণে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল জানিয়েছেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি নিজেও পরিস্থিতি মোকাবেলায় আরও বেশি সময় রোগী দেখছেন এবং ডিউটি বাড়ানোর চেষ্টা করছেন। তবে জনবল সংকটের কারণেই সঠিক সেবা দিতে সমস্যা হচ্ছে বলে তিনি জানান।
এ অবস্থায়, পাঁচবিবি বাসী অপেক্ষা করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নতি এবং দ্রুত পদে পদে জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসা সেবা সুগম করার জন্য।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।