কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ভিডিও গেম ও মুভির অ্যাডভেঞ্চার দেখে ডাকাতির চেষ্টা করেছে তিন কিশোর। তারা ব্যাংকে ঢুকে ডাকাতির পরিকল্পনা করলেও সফল হতে পারেনি। ঘটনার পর পুলিশ তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মঈদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটককৃতরা হলেন মো. লিয়ন মোল্লা নীরব (২২), মো. আরাফাত (১৬) ও সিফাত (১৬)। তিনজনই কেরানীগঞ্জের বাসিন্দা এবং তারা বিভিন্ন ভিডিও গেম ও মুভি দেখে ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করেছিল।
পুলিশ জানায়, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, এক কিডনি রোগীকে সাহায্য করার জন্য তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এজন্য তারা ব্যাংকে ডাকাতি করার সিদ্ধান্ত নেয়। তারা পরিকল্পনা করে, বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার ইচ্ছে ছিল। তবে, তাদের পরিকল্পনা পুলিশের তৎপরতার কারণে ব্যর্থ হয় এবং তারা হাতে ধরা পড়ে।
এ ঘটনায় পুলিশ সুপার আহম্মদ মঈদ বলেন, "এই ধরনের ঘটনা শহরের নিরাপত্তার জন্য একটি সতর্কবার্তা। কিশোররা যেভাবে ভিডিও গেম এবং মুভি থেকে প্রভাবিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তা উদ্বেগের বিষয়। আমরা নিশ্চিত করেছি যে, ওই ব্যাংক শাখায় কোনো ধরণের ক্ষতি হয়নি এবং জিম্মি পরিস্থিতি সৃষ্টি হয়নি।"
এদিকে, ডাকাতির চেষ্টা ও তাদের পরিকল্পনা নিয়ে তদন্ত চলছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে এবং তাদের সংশ্লিষ্ট সহযোগীদের খোঁজে অভিযান চালাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।