দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করেছিলেন দীপঙ্কর দে এবং দোলন রায়। আজ শুক্রবার বিকেলবেলা শ্বাসকষ্টজনিত কারণে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন দীপঙ্কর।
আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে দীপঙ্করের স্ত্রী দোলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ও দীর্ঘ দিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। আজ বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।” বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁতে বিয়ে সেরেছিলেন দীপঙ্কর-দোলন। কিন্তু এক দিনের মধ্যেই দীপঙ্করকে ভর্তি হতে হল হাসপাতালে।
বৃহস্পতিবার ঘরোয়া ভাবে কাছের কিছু বন্ধুদের নিয়ে বিয়েটা সেরে নিয়েছিলেন ওই জুটি। অনেক দিন ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। গত কাল ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করেন দীপঙ্কর-দোলন। দীপঙ্কর পরেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবী। দোলনও কিছু কম যান না। বরকে টেক্কা দিয়ে তিনি পড়েছিলেন লাল রঙা বেনারসী। সঙ্গে মানানসই গয়না। দীপঙ্করের বর্তমান বয়স ৭৫। আর দোলনের ৪৯। কিন্তু কেমিস্ট্রি এখনও একইরকম। দীপঙ্করের অসুস্থতায় ভেঙে পড়েছেন স্ত্রী দোলন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।