বিয়ের দিনক্ষণ মোটামুটি ঠিকই হয়ে আছে; এরমধ্যে এখন আবার নতুন এক খবর শোনাচ্ছেন সৃজিত! তবে কী সত্যিই পিছিয়ে যাচ্ছে মিথিলার সঙ্গে তার বিয়ের দিন! খবরের ভেতরের খবরে অনেকটা রহস্যই যেন রাখছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। তিনি বলছেন, আগে ভ্যেনু ঠিক হোক, তারপর বিয়ে।
সম্প্রতি সংবাদ মাধ্যমে বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে আগামী ২২ ফেব্রুয়ারি সৃজিতের বিয়ের তারিখ ঠিক হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়। দুই পক্ষই সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।
আনন্দাবাজার পত্রিকা বলছে, নিজের বিয়ের খবর অবশ্য মেনে নিয়েছেন চলচ্চিত্র পরিচালক। তবে তা ঠিক কবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। উল্টে মজা করেই তাকে বলতে শোনা গেছে, 'কোথাও এখনও বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু, অনেক জায়গাতেই তা আপনা আপনি লেখা হয়ে যাচ্ছে। এর পর যদি, আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেওয়া হয় তা হলেও আমি অবাক হব না।'
সৃজিতের এই উত্তর অবশ্য তার দর্শকদের কাছে যথেষ্ট নয়। বরং, যে বিয়েতে মিশে যাবে টলিউড এবং ঢালিউড, সেই হাইভোল্টেজ বিবাহ-বাসর নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। আর বিয়ের কথায় সৃজিত নিজেও যেন টানটান উত্তেজনা বজায় রাখার পক্ষে। বিয়ের দিন ক্ষণ নিয়ে তার উত্তর, 'এখনই বিয়ের দিন সুনিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ এ সময় ছবির কাজ কম থাকে।'
তাহলে সত্যিই কি তার বিয়ে ২২ ফেব্রুয়ারি? উত্তরে সৃজিত বলছেন, 'প্রোপার ভ্যেনু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তা হলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।' বিয়ের জন্য পছন্দ শীতকাল। কিন্তু, বিবাহ বাসরের জায়গা? সৃজিতের অবশ্য স্পষ্ট উত্তর, 'ডেস্টিনেশন ম্যারেজও করতে পারি। কারণ সবাইকে আমন্ত্রণ জানাতে হবে এমনটা তো নয়।'
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।