উল্লাপাড়া উপজেলার সলংগা-তাড়াশ সড়কের বেহাল অবস্থা চলাচলের জন্য বিপদজনক হয়ে উঠেছে। রাস্তার খানাখন্দ, খাদের সৃষ্টি এবং সড়কের বিভিন্ন অংশে পানি জমে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে নিয়মিত দূর্ঘটনা ঘটছে এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ সড়কের বনবাড়িয়া থেকে আগরপুর পর্যন্ত অংশের বেশ কয়েকটি স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। কয়েক বছর আগে এখানে দুটি ব্রীজের নির্মাণ কাজ শুরু হলেও সংযোগ সড়কের কাজ এখনও শেষ হয়নি। একটির নির্মাণ কাজ সমাপ্ত হলেও সড়কের উভয় পাশে গভীর জলাশয় থাকায় চলাচলের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেই। অন্য ব্রীজটির কাছে বিকল্প রাস্তা নির্মাণ করা হলেও তা খানাখন্দে ভরা। এসব কারণে গাড়ি উল্টে যাওয়ার মতো দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
এছাড়া, আমশড়া এলাকায় শতবর্ষী বটগাছটি রাস্তার উপর উপড়ে পড়ে থাকলেও তা সাফ করতে সাহস পাচ্ছে না কেউ। গত ৯ নভেম্বর রাতে আগরপুর এলাকার আঃ অহাব সেখ নামে এক মোটরসাইকেল আরোহী এ বেহাল রাস্তার কারণে মারাত্মকভাবে আহত হয়েছেন।
এ সড়ক দিয়ে চলাচলকারী ব্যবসায়ী, চাকুরীজীবী এবং সাধারণ মানুষের জন্য এ রাস্তার অবস্থা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চলনবিলের মাছ এবং কৃষিপণ্য পরিবহনকারী পরিবহন মালিকেরা এই রাস্তার খারাপ অবস্থার কারণে লকসানে পড়ছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়ক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।