শিক্ষার্থীদের জন্য সিনেমা হলে টিকেটের দাম কমানোর আহ্বান সুর্বণার
দেশে শিক্ষার্থীদের জন্য সিনেমা হলে টিকেটের দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুর্বণা মুস্তফা। একই সঙ্গে হলগুলো ডিজিটাল করারও দাবি জানিয়েছেন তিনি। রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংরক্ষিত মহিলা আসনের এই সাংসদ এসব কথা বলেন।
এ সময় নারীদের অধিকার নিয়েও কথা বলেন সুর্বণা মুস্তফা। তিনি, এখন বাসা, স্কুল, রাস্তা কোথাও আমাদের মেয়েরা, বোনেরা ও মায়েরা নিরাপদ নয়। সবখানে তারা শারীরিক নির্যাতন, হেনস্তা ও ধর্ষণের শিকার হচ্ছে।
সুবর্ণা মুস্তফা অভিনীত ‘গণ্ডী’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ফাখরুল আরেফীন খান পরিচালিত এ সিনেমায় সুবর্ণার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী। সিনেমাটি আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।