ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। গত মঙ্গলবার রাতে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। অঙ্কুশের গাড়িকে একটি লরি সজোরে ধাক্কা মারলে গাড়ির বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাটি নিজেই জানিয়েছেন অভিনেতা।
এ বিষয়ে অঙ্কুশ ইনস্টাগ্রামে লিখেছেন যে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তার গাড়িকে ধাক্কা মারে একটি লরি। ওই লরির চালক মদ্যপ ছিলেন। তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটার পর অঙ্কুশের নিরাপত্তারক্ষী গিয়ে লরি চালককে চেপে ধরেন। কিন্তু তিনি এতটাই বেসামাল ছিলেন যে তার সঙ্গে কথাও বলা সম্ভব হচ্ছিল না।
তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন ভাবে প্রচুর চালকই হাইওয়েতে লরি চালান বলে দাবি অঙ্কুশের। তাই যখন তখন এমন দুর্ঘটনা ঘটতেই পারে বলে অভিনেতার আশঙ্কা। তার ক্ষেত্রে যা ঘটেছে, সেই ছবি পোস্ট করে সকলকে সতর্ক হতে বলেন অঙ্কুশ।
দুর্ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই, ইন্ডাস্ট্রির সকলে চিন্তিত হয়ে পড়েন। তিনি কেমন আছেন, সেই প্রশ্ন করেন সবাই। এ ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্থ হলেও, তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।