আরিফিন শুভ সহ সংরক্ষিত কোটায় বরাদ্দকৃত প্লট বাতিলের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৯ অপরাহ্ন
আরিফিন শুভ সহ সংরক্ষিত কোটায় বরাদ্দকৃত প্লট বাতিলের উদ্যোগ

অন্তর্বর্তী সরকার সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লটগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আলোচিত মুজিব সিনেমার অভিনেতা আরিফিন শুভ এবং প্রযোজক লিটন হায়দারের বরাদ্দকৃত প্লট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে আরিফিন শুভকে ১০ কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এই বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। শুভ সরকার-নির্ধারিত অর্থ জমা দিয়ে চুক্তিপত্র গ্রহণ করলেও সময় স্বল্পতার কারণে প্লটটি নিবন্ধন করতে পারেননি। 


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর, রাজনৈতিক বিবেচনায় বরাদ্দকৃত প্লটগুলো নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ এবং লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজউক।


রাজউকের চেয়ারম্যান মে. জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার জানান, মন্ত্রণালয়ের নির্দেশে প্লট বাতিলের তালিকা প্রণয়ন করা হচ্ছে। বর্তমানে রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লট চিহ্নিত করা হয়েছে, যা বোর্ড সভায় উপস্থাপন করে চূড়ান্তভাবে বরাদ্দ বাতিল করা হবে।