এবারও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দক্ষিণের বাজিমাত করল দক্ষিণীরা।শুক্রবার (১৬ আগস্ট) ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়। এদিন নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে একে একে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
তবে কার মাথায় উঠবে সেরার মুকুট, তা নিয়ে চলছে জল্পনা। অবশেষে সবাইকে ছাপিয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নিল মালালায়ম সিনেমা ‘আত্তম’। এমনকি সেরা অভিনেতার পুরস্কারও গেল দক্ষিণী অভিনেতার ঝুলিতেই।
‘কান্তারা’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মানে সম্মানিত হলেন ঋষভ শেট্টি। এদিকে চলতি বছর সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণের ঝোলায়। ‘তিরুচিত্রম্বলাম’ নামক তামিল সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন নিত্যা মেনন। গুজরাতি ছবি ‘কচ্ছ এক্সপ্রেস’র জন্য মানসী পারেখও যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।
এদিকে চলতি বছর জাতীয় মঞ্চে আরও একবার বাংলার নাম উজ্জ্বল করলেন অরিজিৎ সিং। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় ‘কেসারিয়া’ গানের জন্য সেরা পার্শ্ব গায়কের পুরস্কার পেয়েছেন অরিজিৎ। এ ছাড়াও সেরা বাংলা সিনেমার পুরস্কার পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান।’
জাতীয় পুরস্কারের মঞ্চে এবার সেরা রূপটান শিল্পী নির্বাচিত হয়েছেন সোমনাথ কুণ্ডু। ‘অভিযাত্রিক’ সিনেমার জন্য এই সম্মান পেলেন তিনি। পাশাপাশি অনীক দত্তর এই ছবির ঝুলিতেই জায়গা হল সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার।
অন্যদিকে সঞ্জয় চৌধুরীর মালায়ালাম সিনেমা ‘কাধিকান’র জন্য স্পেশাল জুরি মেনশন সম্মান পেয়েছেন। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে ‘গুলমোহর’।
একনজরে পুরস্কারের তালিকা-
সেরা ছবি- আত্তাম (মালায়ালাম)
সেরা বিনোদনমূলক ছবি- কান্তারা
সেরা তেলুগু ছবি- কার্তিকে ২
সেরা তামিল ছবি- পোন্নিয়ান সেলভান (পার্ট ১)
সেরা কন্নড় ছবি- কেজিএফ চ্যাপ্টার ১
সেরা হিন্দি ছবি - গুলমোহর
সেরা বাংলা ছবি- কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম (ব্রহ্মাস্ত্র)
সেরা পার্শ্ব গায়ক- অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)
সেরা পার্শ্ব গায়িকা- বম্বে জয়শ্রী (সৌদি ভেল্লাক্কা)
সেরা গীতিকার- ফৌজা (নওশাদ সদর খান)
সেরা রূপটান (মেকআপ) শিল্পী- অপরাজিত (সোমনাথ কুণ্ডু)
সেরা প্রোডাকশন ডিজাইন- অপরাজিত (বাংলা)
সেরা অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা)
সেরা সহ-অভিনেতা- পবন রাজ মালহোত্রা (ফৌজা)
সেরা অভিনেত্রী- নিত্য মেনন (তামিল ছবি-তিরুচিত্রমবলম)
মানসী পারেখ ( গুজরাতি ছবি-কচ্ছ এক্সপ্রেস)
সেরা সহ-অভিনেত্রী- নীনা গুপ্তা (উঁচাই)
সেরা সম্পাদনা- আত্তম (মালয়লম)
সেরা স্টান্ট কোরিয়োগ্রাফি- কেজিএফ ২
সেরা পরিচালক- উঁচাই (পরিচালক-সূরজ আর বারজাতিয়া)
সেরা নবাগত পরিচালক- ফৌজা (পরিচালক- প্রমোদ কুমার)
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর- এআর রহমান (পোন্নিয়ান সেলভান পার্ট-১)
জাতীয় চলচ্চিত্র পুরস্কারতথ্য-সম্প্রচার মন্ত্রণালয়
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।