ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। ইতোমধ্যেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। সম্প্রতি অভিনেত্রীর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। চলতি বছরের সেরা অভিনেত্রীর মুকুট উঠেছে পরীর মাথায়।
আর তাকে এই পুরস্কারে ভূষিত করেছে কলকাতার পাঠকপ্রিয় গণমাধ্যম ‘আনন্দবাজার অনলাইন’।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান পরীমণি।
পাঠকদের জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে।
আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।
এ দিন মঞ্চে পরীমণির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
পুরস্কার গ্রহনের পর পরীমণি বলেন, এই অর্জন আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল ও অনুসারী যারা রয়েছেন তাদের জন্য। সেই সঙ্গে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই চিত্রনায়িকা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।