প্রকাশ: ২৬ মে ২০২২, ০:৩০
মডেল বিদিশা দে মজুমদার উভকামী ছিলেন? ফেসবুকে তাঁর সাম্প্রতিকতম পোস্ট নতুন করে এই প্রশ্নের জন্ম দিয়েছে। তাঁর মডেল বান্ধবীকে নাকি বরাবরই ‘বৌ’ সম্বোধন করতেন তিনি। বিদিশার ফেসবুক ডিপিতে এখনও তাঁদের ছবি জ্বলজ্বল করছে। এই ছবিই মৃত্যুর এক দিন আগে আবারও পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘তোমাকে ভালবাসি বৌ’। পাশে আঁকা এক টুকরো হৃদয়।
প্রেমিক অভিনব বেরার পাশাপাশি তা হলে কি বিদিশার প্রেম ছিল বান্ধবীর সঙ্গেও? সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রয়াত মডেলের এক বন্ধুর সঙ্গে। তাঁর কথায়, ‘‘এর আগেও বিষয়টি নিয়ে চর্চা হত। বিদিশা সবার সামনেই বান্ধবীকে ‘বৌ’ সম্বোধন করত। প্রথমে সবাই আলোচনা করলেও পরে তা নিছকই ঠাট্টায় পরিণত হয়। অনেক পোস্টে সেই বান্ধবীও বিদিশাকে ‘বর’ বলে ডেকেছেন। শুনেছি, ওঁরা দু’জনেই খুব ভাল বন্ধু ছিলেন। বান্ধবীটি নিজেকে বিদিশার দিদিস্থানীয় বলে দাবি করেন।’’