সলমন খানের বোনের বাড়িতে ইদের পার্টির পর চর্চায় সলমন এবং শেহনাজ গিল। তাঁদের রসায়ন নিয়ে প্রশংসার পরেই ধেয়ে এল কটাক্ষ। বিদ্ধ হলেন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর প্রাক্তন প্রেমিকা। কেউ কেউ তাঁকে ‘সুযোগসন্ধানী’ বলেও অপমান করলেন। সিদ্ধার্থের কথা মনে করিয়ে দিতে উঠে পড়ে লাগলেন ‘সিডনাজ’ (সিদ্ধার্থ-শেহনাজকে একসঙ্গে যে নামে ডাকা হত)- ভক্তরা। কারও ধারণা, সিদ্ধার্থের মৃত্যুর পর সলমনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন শেহনাজ, যাতে কাজ পাওয়া যায়। এক দল মানুষ আবার দুই শিল্পীকে ‘মত্ত’ বলে গালিগালাজ করতে লাগলেন। তাঁদের মতে, দু’জনেই মদ খেয়ে আছেন বলে একে অপরের গায়ে পড়ছেন।
এই সময়ে শেহনাজকে সমর্থন জানাতে মাঠে নেমে পড়েন তাঁর ভক্তরা। কটাক্ষকারীদের উদ্দেশে তাঁদের বক্তব্য, ‘লজ্জা লাগছে আপনাদের কথা শুনে। স্পষ্ট বোঝা যাচ্ছে, ভিড় থেকে রক্ষা করার জন্য শেহনাজের হাত ধরে রেখেছিলেন সলমন। আর আপনারা শেহনাজকে কথা শোনাচ্ছেন, কারণ তিনি এক জন মহিলা।’
ইনস্টাগ্রাম-ব্যবহারকারীরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছেন এই ঘটনার পরে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।