শিল্পী সমিতি নির্বাচনে মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা অবস্থান নিয়েছে এফডিসিতে। শরীরে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন তারা। এ সময় ‘বিচার চাই, বিচার চাই, জায়েদ খানের বিচার চাই’ দাবিতে মিছিল করতে থাকেন ভোটাধিকার হারানো শিল্পীরা।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকে তারা এফডিসিতে এ কর্মসূচি শুরু করেন।
এদিকে, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শনিবার বিকেল ৫টায় আপিল বোর্ডের মিটিং ডাকা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এ মিটিংয়ের দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
মিটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারের। তবে মিটিংয়ে আসেননি জায়েদ খান।
এদিকে মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এফডিসিতে। আন্দোলনকারীরা সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সঙ্গে অন্যায় করেছে জায়েদ। ২০ বছর ধরে এফডিসিতে আছি। প্রায় ১০০টি সিনেমায় কাজ করেছি। আমার মতো শিল্পীকেও সে বঞ্চিত করেছে। আমি ওর বিচার চাই।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।