প্রকাশ: ১৮ মে ২০২১, ১৯:৩৪
এবারের ঈদে প্রকাশিত নাটকগুলোর ইউটিউব ভিউয়ের দৌড়ে দ্রুততম মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়লো তাদের নাটক ‘তাকে ভালোবাসা বলে’। ইউটিউবে প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই ঈদে এমন রেকর্ড আর একটিও নেই।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকে জুটি বেঁধেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এছাড়া এতে আরও অভিনয় করেছেন দৈবনাথ সাহা, অর্ণব অন্তু, স্বর্ণলতা প্রমুখ। জোবায়েদ আহসান গল্পে নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১৭ মে বেলা ৩টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। পরদিন (১৮ মে) সকাল ১১টার দিকে সেটি ১ মিলিয়ন ভিউয়ের ঘর অতিক্রম করে। শুধু তাই নয়, নাটকটি দেখার পর গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার কমেন্ট পড়েছে দর্শকদের। যারমধ্যে ৯৯ ভাগই ভূয়সী প্রশংসা করেছেন গল্প, অভিনয় ও নির্মাণের।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি দর্শকদের জন্য নির্মাণ করি। দর্শক কি চায়, সবসময় সেটা বোঝার চেষ্টা করি। বরাবরই আমি এই কথাটি বলি এবং বিশ্বাস করি। করোনার কারণে এই ঈদের জন্য তেমন কাজ করা হয়নি। লকডাউনে পড়ার ঠিক আগে আগে কাজটি শেষ করি। এটি প্রকাশের পর তুমুল সাড়া পাচ্ছি। দর্শকরা দেখছেন, প্রশংসা করছেন। দ্রুততম সময়ে এটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে জেনে আরও ভালো লাগলো। দর্শকদের প্রতি আমার আস্থা ও কৃতজ্ঞতা আরও বাড়লো।’
#ইনিউজ৭১/জিয়া/২০২১