প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১৮:৬
কুমিল্লার মেয়ে মোসারাত জাহান মুনিয়া। ২০১৭ সালে পরিচয় হয় অভিনেতা বাপ্পী রাজের সঙ্গে। দুই বছর প্রেম, তারপর হঠাৎ হারিয়ে যান মুনিয়া। বিয়ে করেন এক শিল্পপতিকে। ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুহূর্তেই টক অব কান্ট্রিতে পরিণত হয় মুনিয়া।
এবার মুনিয়াকে নিয়ে বিভিন্ন তথ্য দিল তার সাবেক প্রেমিক অভিনেতা বাপ্পী রাজ। মুনিয়ার সঙ্গে প্রেমের বিষয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) বাপ্পী রাজ বলেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আমি মন থেকে ওকে পছন্দ করতাম। ২০১৭-১৮ সালে, দুই বছর আমাদের সম্পর্ক ছিল। আমার পুরো বিষয়টি পরিবার জানত। সর্ম্পকের মাঝে হঠাৎ গ্যাপ হয়ে গেল। তারপর মুনিয়া কোথায় যেন হারিয়ে গেল।
বাপ্পী রাজ আরও বলেন, মুনিয়া দেখতে অনেক সুন্দর ছিল। আমি মন থেকে ওকে চেয়েচিলাম। কিন্তু আস্তে আস্তে জানতে পারলাম, ওর অনেক ঝামেলা আছে। আমি সেসব ঝামেলায় জড়াতে চাইনি বলে সরে এসেছিলাম।
বাপ্পী রাজ ছাড়াও একাধিক প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। সে বেশ আড্ডাবাজ ছিল। অভিনেতা বাপ্পী রাজের আগে ঢাকাই সিনেমার এক নায়কের সঙ্গে প্রেম ছিল মুনিয়ার। সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বাপ্পী রাজের সঙ্গে পরিচয় হয় মুনিয়ার। সেখান থেকে মুনিয়ার প্রতি ভালোলাগা তৈরি হয় এমনটাও বলেন অভিনেতা বাপ্পী রাজ।
#ইনিউজ৭১/জিয়া/২০২১