প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ২০:২৮
হালের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলী প্রায় ১১ মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এরপর চলতি বছরের প্রথম দিকে আড়াল ভেঙে স্বদর্পে ফিরেছেন শোবিজে। এই লাস্যময়ী বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে প্রায় তিন বছর পর আবারও একটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য কোম্পানির বিজ্ঞাপনের মডেল হলেন তিনি।
বিজ্ঞাপনে কাজ করা নিয়ে বুবলী জানান, গত শনিবার বিজ্ঞাপনটির শুটিং করেছি। নাসির গ্লাসের গুণগত মান এবং এর চাহিদা সম্পর্কে আমরা সবাই জানি, বেস্ট কোয়ালিটি যাকে বলা হয়। এবার তাদের নতুন সংযোজন নাসির মিরর গ্লাস। গ্রিনবি কমিউনিকেশনস্ খুব চমৎকার আয়োজনে কাজটি করেছে। পুরো টিমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে বরাবরই আমি একটু বেশি প্রাধান্য দেই কোয়ালিটিফুল পণ্যকে।
তিনি আরও বলেন, একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি কোনো কিছুর বিজ্ঞাপনের সাথে নিজেকে সম্পৃক্ত করা মানে এটি একটি দায়বদ্ধতা। অবশ্যই সেই পণ্যের গুণগত মান সঠিক এবং নির্ভরযোগ্য কিনা তা যাচাই করি। নতুন বিজ্ঞাপনটি খুব শিঘ্রই সব টিভি চ্যানেলে প্রচারিত হবে। আশা করছি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, প্রায় তিন বছর আগে একটি সাবানের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন বুবলী। এরপর আর কোনো বিজ্ঞাপনে দেখা যায়নি তাকে। অবশেষে আবারও এই ঘরানায় যোগ দিলেন নতুন এই বিজ্ঞাপনের মডেল হয়ে। এদিকে, খুব শিগগিরই শাকিব খান ও বুবলী জুটির নতুন ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’-এর শুটিং শুরু হতে যাচ্ছে।