জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের বহু জিনিসই জাল এবং এই প্রবণতা দেশকে একটি “জালিয়াতের কারখানায়” পরিণত করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “বহুদেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। এমনকি আমেরিকান ভিসাও জাল করতে দেখা যায়। আমাদের বুদ্ধি আছে বলেই জালিয়াতি করতে পারি, কিন্তু সেটাকে আমরা খারাপ কাজে ব্যবহার করছি।”
তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে আলাপের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সেখানে দেখা গেছে বহু বাংলাদেশি ভুয়া শিক্ষাগত সনদ, ব্যাংক সার্টিফিকেট ও পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি একজন নারী ডাক্তারের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন, যদিও প্রকৃত উদ্দেশ্য ছিল গৃহকর্মীর কাজ করা।
ড. ইউনূস বলেন, প্রযুক্তিকে জালিয়াতির কাজে নয়, সৎ ও ন্যায্য কাজে ব্যবহার করতে হবে। এজন্য আগে নিজেদের সংশোধন করতে হবে এবং জালিয়াতির গোড়া কেটে ফেলতে হবে।
তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় দেশের তরুণরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং এই ইন্টারনেট বন্ধের কারণেই একটি বড় ক্ষমতাসীন সরকারের পতন ঘটেছে।
চব্বিশের গণঅভ্যুত্থান নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং তারা বিশ্ব নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে।