কে কতো ভোট পেলেন ডিরেক্টর’স গিল্ডের নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩৬ অপরাহ্ন
কে কতো ভোট পেলেন ডিরেক্টর’স গিল্ডের নির্বাচনে

উৎসবমুখর পরিবেশে হয়ে গলো ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের নির্বাচন। শুক্রবার এফডিসিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।


ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এসএম মহসীন। এ নির্বাচনে ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৩৪ জন নির্মাতা।


চলুন জেনে নেওয়া যাক ডিরেক্টর’স গিল্ডের নির্বাচনে কে কতো ভোট পেলেন-


সভাপতি


সালাহউদ্দিন লাভলু: ১৭০ ভোট (বিজয়ী)


অনন্ত হিরা: ১৪৯ ভোট


দীপু হাজরা: ১২ ভোট


সহ-সভাপতি


মাসুম আজিজ: ২৬৮ ভোট (বিজয়ী)


রফিক উল্লাহ সেলিম: ১৮৯ ভোট (বিজয়ী)


ফরিদুল হাসান: ১৯৯ ভোট (বিজয়ী)


শিহাব শাহীন: ১৮২ ভোট


প্রানেশ চন্দ্র চৌধুরী: ১৫৫ ভোট


সাধারণ সম্পাদক


কামরুজ্জামান সাগর: ১৭০ ভোট (বিজয়ী)


মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: ১৬১ ভোট


যুগ্ম সাধারণ সম্পাদক


পিকলু চৌধুরী: ২৬০ ভোট (বিজয়ী)


ফিরোজ খান: ২০৮ ভোট


চয়নিকা চৌধুরী: ১৯৪ ভোট


সাংগঠনিক সম্পাদক


ফেরারী অমিত: ১৭১ ভোট (বিজয়ী)


তুহিন হোসেন: ১৩৯ ভোট


এস.এম. মাসুম করিম: ২১ ভোট


অর্থ সম্পাদক


মো. সাজ্জাদ হোসেন সনি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)


প্রচার ও প্রকাশনা সম্পাদক


মো. সহিদ-উন-নবী: ১৮২ ভোট (বিজয়ী)


মনিরুজ্জামান নাহিদ (নাহিদ জামান): ১৪৯ ভোট


দফতর সম্পাদক


গোলাম মুক্তাদির (শান): ১৮৩ ভোট (বিজয়ী)


মুক্তি মাহমুদ: ১৪৮ ভোট


প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক


মোস্তফা মনন: ১৮৬ ভোট (বিজয়ী)


এসএম শহিদুল ইসলাম রুনু: ১৪৫ ভোট


তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক


মো. আনিসুল ইসলাম ইমেল: ১৯১ ভোট (বিজয়ী)


সঞ্জয় বড়ুয়া: ১৪০ ভোট


আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক


নিয়াজ মাহমুদ আক্কাস (মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ): ১৬৭ ভোট (বিজয়ী)


সাঈদ রহমান (মো. সাইদুর রহমান আরিফ): ১৬৪ ভোট


কার্যনির্বাহী পরিষদ সদস্য (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)


আবু হায়াত মাহমুদ


ইমরাউল হুদা রাফাত


একেএম আনিসুজ্জামান আনিস


কেএম মাহমুদুন্নবী (রিপন নবী)


তারিক মুহাম্মাদ হাসান


মোস্তাফিজুর রহমান সুমন


হাফিজুর রহমান সুরুজ