ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ লক্ষ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯৫তম ফাইন্যান্স কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও ফাইন্যান্স কমিটির সদস্য ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, বাঁশগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মছলেহ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ছিদ্দিক উল্যাহসহ প্রমুখ।