ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২০ ০৩:৪০ অপরাহ্ন
ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন। এসময় তারা জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

ধর্ষণের এ প্রতিবাদি মিছিলে নারী নির্যাতন নারী ধর্ষণ বন্ধ হোক,ধর্ষকের ফাঁসি চাই,আমরা নারী আমরাও মানুষ মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই, আমার বোন ধর্ষিত কেন? বিচার চাই, অনতিবিলম্বে ধর্ষকের গ্রেফতার ও মৃত্যুদন্ড চাই সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন লক্ষ্য করা যায়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমরা এখানে একটি ধর্ষণের প্রতিবাদে দাঁড়িয়েছি। আসলে ধর্ষণ একজন মানুষের করা হয়নি, করা হয়েছে একটি জাতির। কারণ আজকের যে মেয়ে সে ভবিষ্যতে মা, সে দেশ গড়বে। তার জন্য প্রত্যেকটি মেয়েকে আগে নিরাপত্তা দিতে হবে তবেইনা এগিয়ে যাবে দেশ। ধর্ষণের জন্য কোন এক্সকিউজ হতে পারে না। একটি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষিত হচ্ছে।

আজকের এই প্রতিবাদ শুধু মেয়েদের নয়, এটা সকলের প্রতিবাদ হওয়া উচিত, প্রত্যেকটি মানুষের প্রতিবাদ হওয়া উচিত, সকল জাতির প্রতিবাদ হওয়া উচিত। ২০১৯ সালে প্রায় ১৪১৩ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতি ছয় ঘন্টায় প্রায় একজন করে। আমরা শাস্তি চাই প্রত্যেকটা ধর্ষকের।ধর্ষণের বিচার যদি না হয় তাহলে তাদের সাহস আরও বেড়ে যাবে। আমরা এমন একটা সাজা চাই যাতে আর কেউ ধর্ষণের মতো এমন জঘন্য অপরাধ আর করার সাহস না পায়।

আমরা চাই রাস্তায় নামিয়ে সকলের সামনে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক ধর্ষক নামক নরপশুদের। শাস্তি হোক ধর্ষকদের, ধর্ষিতাদের নয়। এসময় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন ইবি শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ, ইবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিকে সাদিক সহ প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর