ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "জাতির রক্তে ফের অনাবিল মমতা আসুক, জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক" এ প্রতিপাদ্যকে সামনে রেখে 'আবৃত্তি আবৃত্তি'র আয়োজনে 'কবিতা পাঠ' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) টিএসসিসি'র ১১৬ নং কক্ষে এ 'কবিতা পাঠ' প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
কবিতা পাঠ অনুষ্ঠানে 'আবৃত্তি আবৃত্তি'র সভাপতি আলমগীর অভ্র কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে টিএসসিসি'র ডেপুটি রেজিস্ট্রার সুদেব কুমার বিশ্বাস, উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নাঈমুর রহমান নাঈম, নিলুফার ইয়াসমিন নিলা ও আইনুন নাহার। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুম আলভী, জান্নাতুল ফেরদৌসী মীরা ও ওয়াহিদা খানম আশা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "টিএসসিসি'র পরিচালকের দায়িত্বটি আমি অনেক উপভোগ করছি। বিশেষ করে মহান বিজয় দিবসকে ঘিরে 'আবৃত্তি আবৃত্তি'র এ কবিতা পাঠের প্রতিযোগিতা একটি সময় উপযোগী আয়োজন। তোমাদের জন্য শুভকামনা এবং তোমরা যে কোন আয়োজনে পরিচালক হিসেবে আমার সর্বাত্মক সহযোগিতা পাবে। আমি আশা করব 'আবৃত্তি আবৃত্তি' এ ধরনের অনুষ্ঠান আরো আয়োজন করবে এবং বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক চর্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।"
উল্লেখ্য, এ কবিতা পাঠ প্রতিযোগিতায় প্রায় ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এছাড়াও সংগঠনে অন্যান্য সদস্যবৃন্দ কবিতা পাঠে অংশগ্রহণ করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।