প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়ন বাতিল এবং বিএনপি-জামায়াতসহ আট প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
