
প্রকাশ: ৩ নভেম্বর ২০১৯, ২:৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি মোট ৪টি ইউনিট যথাক্রমে ৪, ৫ ও ৬ নভেম্বর পর্যন্ত ভর্তি অনুষ্ঠিত হবে এবং ফলাফল আগামী ১৫ নভেম্বরর মধ্যে প্রকাশিত হবে।
অনুষ্ঠিতব্য এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগ আটটি অনুষদের অধীনে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৩৪টি বিভাগের সর্বমোট ২৩০৫ টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদন করেছে ৬১ হাজার ৯৪২টি এবং আসন প্রতি প্রতিদ্বন্দ্বী ২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব