রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অনিয়ম ও দুর্নীতিবিরোধী’ আন্দোলনে বহিরাগতদের আনার অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এসএম এক্রাম উল্যাহর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই অধ্যাপক দাবি করেন আন্দোলন দমাতেই প্রশাসন এই অপচেষ্টা চালাচ্ছে। গত শনিবার রাতে অনুষ্ঠিত ৪৯৪তম সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলিম।
অধ্যাপক আব্দুল আলিম বলেন, 'গত ৯ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধনে অধ্যাপক এক্রাম উল্যাহ বহিরাগত ছেলেদের নিয়ে আসেন বলে অভিযোগ উঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এক্রাম উল্যাহ লিখিত জবাব দেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষক এক্রাম উল্যাহর লিখিত জবাবে সন্তুষ্ট না হওয়ায় প্রশাসন সিন্ডিকেট সদস্য রুস্তম উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অন্য সদস্যরা হলেন, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কবীর।’
এ বিষয়ে অধ্যাপক এক্রাম উল্যাহ বলেন, ‘বর্তমান প্রশাসন আমাদের যে দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী আন্দোলন সেটা স্তব্ধ করে দেওয়ার জন্যই এই অপচেষ্টা করছে। আমি আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটির কাছে বক্তব্য দিবো। আর এসব অপচেষ্টার মাধ্যমে আন্দোলন দমানো যাবে না বরং আন্দোলন আরো বাড়বে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।