
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লিন ক্যাম্পাস মুভমেন্টের অংশ বিশেষ ক্রিকেট মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে ইবি শাখা ছাত্রলীগ। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সামনে ক্রিকেট খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের পরিচালক সাইফুল ইসলামসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীবৃন্দ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব