রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩২ হাজার শিক্ষার্থী বাছাই পদ্ধতি বালিতসহ চার দফা দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর স্মরকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া এ স্মারকলিপি গ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টর দপ্তরে এ লিপি দেয়া হয়।
অন্য দাবিগুলো হলো- ভর্তি পরীক্ষার আবেদন ফি ৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা, বিভাগ পরিবর্তনের জন্য নতুন ইউনিট খোলা, বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী নতুন বিভাগ খোলা। স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাবদ প্রাথমিক পর্যায়ে ৫৫ টাকা এবং বাছাইপর্বে উত্তীর্ণ হওয়ার পর হাজার ৯৮০ টাকা সর্বমোট ২ হাজার ৩৫ টাকা টাকা ধার্য করা হয়েছে। যেটি দেশের অনেক অস্বচ্ছল পরিবারের পরিবারের পক্ষে বহন করা সম্ভব না।
এতে করে মেধাবী অথচ অসচ্ছল ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ হতে বি ত হবে। ফলশ্রুতিতে মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার দ্বার রুদ্ধ হয়ে যাবে। অন্যদিকে সামর্থবান পরিবারের অপেক্ষাকৃত কম মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী আরেফিন মেহেদী হাসান, নূর সালাম, জহিরুল ইসলাম জনি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তানজিম আরফিন প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।