ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। শনিবার ৯ (মার্চ) বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রসমাজের ২০-২৫ জন নেতাকর্মী বেলা সোয়া ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল বের করতে যায়। এ সময় মধুর ক্যান্টিনে থাকা প্রগতিশীল জোটের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত এ সংগঠন আসার প্রতিবাদে প্রগতিশীল জোটের নেতাকর্মীরা মিছিল বের করেন।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের মাধ্যমে এ সব অগণতান্ত্রিক শক্তিকে পুনর্বাসন করতে চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। ক্যাম্পাসে কোনো অগণতান্ত্রিক ছাত্র সংগঠনের কার্যক্রম বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।