
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার ব্যয় হয়েছে এক কোটি সাত লাখ ২৯ হাজার টাকা। যা ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের ব্যয়ের তুলনায় প্রায় সাড়ে তিনগুণ বেশি। বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৪১টি খাতে এই ব্যয় হয়েছে।
