দিনাজপুরের হাকিমপুর হিলিতে উৎসব মুখর পরিবেশে কিশোর কন্ঠ ফাউন্ডেশন দিনাজপুর দক্ষিণ জেলার শাখার উদ্যোগে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় ৫৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন বলে জানা গেছে। খুব অল্প সময়ের মধ্যে সারাদেশের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা বলে জানান দ্বায়িত্বপ্রপ্তরা। 
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পৌর শহরের ডলি মেমোরিয়াল স্কুলে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
সরজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের মেইন গেটের বাহিরে শিক্ষার্থীদের অভিভাবক বাবা মা এর উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের উপস্থিত ও দেখা গেছে। ডলি মেমোরিয়াল স্কুলের তিন তলা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা  ওয়ান-দশম শ্রেণির ৫৫০ শিক্ষার্থীরা ১ ঘন্টার পরীকায় অংশ গ্রহণ করে। 
এসময় শিক্ষার্থীর মা রেশমা জানান, আমার ছেলে ডলি মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী। অনলাইনে মেধা বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন করেছে। গতকাল থেকে সে খুবই ব্যস্থ পরীক্ষায় অংশ গ্রহণের জন্য। পরীক্ষা শেষ করেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ! 
একজন ক্ষুদে শিক্ষার্থী বলেন, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। এর আগে আমি এরকম কোন প্রতিযোগিতা মূলক কোন পরীক্ষায় অংশ গ্রহণ করি নাই। প্রথম প্রথম খুব ভয় পেয়েছিলাম। তবে বাবার সাথে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার অংশ গ্রহণ করে পরীক্ষা শেষ। অনেক ভালো হয়েছে। 
কিশোর কন্ঠ ফাউন্ডেশন দিনাজপুর দক্ষিণ জেলা শাখার পরিচালক মোঃ সাজেদুর রহমান সাজু  জানান, সুন্দর ও সুষ্ঠ এবং উৎসব মুখর পরিবেশে ৫৫০ জন শিক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। সারাদেশে খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হবে। কৃতি শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ লাখ টাকার বিভিন্ন পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে জানান তিনি। 
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, হাকিমপুর থানা প্রতিনিধি মোঃ সোহেল রানা, মোঃ বায়োজিদ হোসেন সহ অনেকে। 
পরীক্ষা শুরু পরে সকাল সাড়ে দশটার দিকে পরীক্ষার পরিবেশ ও কেন্দ্র পরিদর্শনে আসেন দিনাজপুর জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, কর্ম পরিষদের সদস্য মীর শহীদ, পৌর আমীর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি আহম্মেদ ইয়াসির আরাফাত, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান খান, আব্দুর রশিদ মাষ্টার, ডলি মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম মানিক। পরীক্ষা ব্যবস্থা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ।