মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার (১ মার্চ) মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা ক্রীড়া ইভেন্টের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহরিুল ইসলাম ভূঞা। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুর কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সাদিকুর রহমান, আলী আহমদ ও হাবিবুর রহমান।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া ও সাইফুল ইসলাম চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার পাশাপাশি ক্রীড়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
শেষে পুরস্কার বিতরণ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।