নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র পুকুরে এবং সড়কে ফেলে রেখে যায়। শুক্রবার বিকেলে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।  


ভুক্তভোগী সৌদি প্রবাসী নুরুল আফসার সুমনের সঙ্গে একই এলাকার আলমগীর ও জাহাঙ্গীরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিক সালিশ বৈঠকের পরও বিরোধ মেটেনি। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া আলমগীর প্রবাসী সুমনকে হুমকি দিচ্ছিলেন। শুক্রবার বিকেল ৫টার দিকে আলমগীর ও জাহাঙ্গীরের নেতৃত্বে ৬-৭টি মাইক্রোবাসে অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়।  


অস্ত্রধারী হামলাকারীরা সুমনের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের নারী সদস্যদের মারধর করে। আতঙ্কে তারা বাড়ি থেকে পালিয়ে যান। এরপর হামলাকারীরা ঘরের প্রতিটি কক্ষে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। যাওয়ার সময় ঘরের আসবাবপত্র, ফ্রিজ, ওয়াশিং মেশিন, খাট-লেপ-তোষকসহ অন্যান্য জিনিসপত্র পুকুর ও রাস্তার পাশে ফেলে দেয়।  


সুমন জানান, আলমগীর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। জেল থেকে বেরিয়ে তাকে বারবার হুমকি দিয়ে আসছিল। পুলিশকে বিষয়টি জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি। হামলাকারীরা ৩৬ ভরি স্বর্ণ, ৭ লাখ টাকা, চেকবইসহ মূল্যবান জিনিস লুট করেছে এবং বাড়ির সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে।  


স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাটি ফিল্মি স্টাইলে ঘটে, যা সবাইকে হতবাক করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।  


অভিযুক্ত জাহাঙ্গীরের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  


সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর নামে একজনকে আটক করেছে। মামলার প্রক্রিয়া চলছে এবং আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে। প্রশাসন দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।