বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কার্যকরী পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: সোমবার ২০শে জানুয়ারী ২০২৫ ১২:২৩ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কার্যকরী পরিষদ গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৫ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করেছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত ৪৬ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করেছেন। পাশাপাশি, তিনি ১৪ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেছেন এবং তাদের সঙ্গে পরামর্শক্রমে ২৭ সদস্যের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করেন।  


কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাবি শিবিরের সদ্য সাবেক আলোচিত সভাপতি সাদিক কায়েম। এছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. নাজমুস সোয়াদ রফি, আন্তর্জাতিক সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদীসহ আরও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন।  


সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাহিত্য সম্পাদক ডা. মোহাম্মদ নাঈম, অর্থ সম্পাদক তৌহিদুল হক মিছবাহ, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিছবাহুল করিম, বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান এবং ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।  


এছাড়াও ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন হাফেজ ডা. রেজওয়ানুল হক। শিল্প ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাফেজ মুহাম্মদ আবু মুসা, স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন এবং শিক্ষা সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন আব্দুল মোহাইমেন।  


সংগঠনের অন্যান্য বিভাগের মধ্যে পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক হিসেবে নাহিদুল ইসলাম, কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ এবং বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি দায়িত্ব পালন করবেন। মাদরাসা কার্যক্রম সম্পাদক পদে আলাউদ্দিন আবির, গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, পাঠাগার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম এবং তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন নির্বাচিত হয়েছেন।  


মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সিফাত উল আলম, আইন সম্পাদক আরমান হোসেন এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. এস এম তানভীর উদ্দীন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কার্যকরী পরিষদ সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে এবং নতুন নেতৃত্ব ছাত্রসমাজের কল্যাণে অবদান রাখবে।  


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের সাংগঠনিক কাঠামো প্রতিনিয়ত উন্নত করার মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর। নতুন পরিষদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।