‘জয় বাংলা’ বলার অপরাধে ফাঁসি দিন- আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ১০:০৮ অপরাহ্ন
‘জয় বাংলা’ বলার অপরাধে ফাঁসি দিন- আ স ম আবদুর রব

‘আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সাথে আরও অনেকে ছিল। জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।’ এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।  


সোমবার বিকেলে সিরাজুল আলম খানের ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জয় বাংলা এবং জাতীয় চেতনাবিষয়ক আলোচনা হয়।  


আলোচনায় আ স ম আবদুর রব বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা জীবন দিয়েছেন, তারা ‘জয় বাংলা’ বলে প্রেরণা পেয়েছেন। এমনকি বিজয়ের পর এই দুটি শব্দেই বিজয় উদযাপন করেছেন। তিনি বলেন, জয় বাংলা ছিল মুক্তিযোদ্ধাদের চেতনার মূলমন্ত্র। এটি বাঙালির বিজয়ের প্রতীক।  


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিদ্রোহী কবি তার লেখায়ও বাংলার জয়, বাঙালির জয়ের কথা বলেছেন। তিনি আরও জানান, কবিকে বাংলাদেশে আনার সময় তিনি ও আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং তার দেখভালের দায়িত্ব পালন করেন।  


আ স ম আবদুর রব আরও বলেন, এই বিষয়টি নিয়ে বর্তমানে কোর্টে মামলা চলছে। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না। তবে তার বক্তব্যে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালির আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরেন।  


মুক্তিযুদ্ধ এবং জাতীয় পরিচিতি নিয়ে এই ধরনের বক্তব্যের মাধ্যমে আ স ম আবদুর রব মুক্তিযুদ্ধের ইতিহাসকে সবার সামনে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও জয় বাংলা স্লোগানের ঐতিহাসিক প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।