ভূঞাপুর ফাযিল মাদরাসার প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ২৫শে ডিসেম্বর ২০২২ ০৭:৩০ অপরাহ্ন
ভূঞাপুর ফাযিল মাদরাসার প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত  হয়েছে।


রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ইবরাহীম খাঁ কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে (১৯৮৭-২০২২) সালের অত্র মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে এ পূর্ণমিলনী উৎসবের আয়োজন করা হয়।


অত্র মাদরাসার প্রিন্সিপাল মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।