পিরোজপুর প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: সভাপতি শামীম, সম্পাদক তানভীর

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০৩:৫০ অপরাহ্ন
পিরোজপুর প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: সভাপতি শামীম, সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. রেজাউল ইসলাম শামীম (আমার দেশ) এবং সাধারণ সম্পাদক পদে এস. এম. তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি)। কার্যনির্বাহী কমিটির সব সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  


শনিবার (২৮ ডিসেম্বর) পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।  


কমিটির অন্যান্য পদেও যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি) এবং খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জিয়াউল হক (সময় টিভি)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মাহামুদুর রহমান মাসুদ (মানব জমিন)।  


অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:  

- দপ্তর ও পরিসম্পদ সম্পাদক: তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও আজকের পত্রিকা)।  

- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: কুমার শুভ রায় (বাংলা ভিশন টিভি)।  

- ক্রীড়া সম্পাদক: রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর)।  

- তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক: শেখ আবু মো. জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।  


নতুন কমিটির সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ রবিবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।  


নির্বাচিত কমিটি আগামী এক বছর পিরোজপুর প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতি শামীম ও সাধারণ সম্পাদক তানভীর।