পূর্বধলায় নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: রবিবার ১লা জানুয়ারী ২০২৩ ০৮:০১ অপরাহ্ন
পূর্বধলায় নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বছরের প্রথম দিনেই নেত্রকোনার কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বাধঁ ভাঙ্গা আনন্দ উচ্ছ্বাসে মেতেছে। 


    করোনা ভাইরাসের কারণে গত দুই বছর সারা দেশে বই উৎসব তেমন ভাবে পালিত না হলেও করোনা নিয়ন্ত্রণে আসায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আজ রবিবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রথম দিনেই সারা দেশে সব মিলিয়ে প্রায় চার কোটি শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে।


       বছরের প্রথম দিনেই নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা মলাট উলট পালট করে নতুন বইয়ের ঘ্রাণ প্রাণ ভরে উপভোগ করেন। 


      পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বই উৎসব উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সুজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমী আকন্দ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোখলেছুর রহমান খান ভাসানী ও ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান আকন্দ প্রমুখ।