শুধু একাডেমি শিক্ষা নয়। একাডেমি শিক্ষার সাথে অবশ্যই সামাজিক, শৃংখলা, নীতি-আদর্শ, নৈতিকতার শিক্ষা প্রয়োজন আছে মনে করেন “সজহ পাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গন। সামাজিক, শৃংখলা, নীতি-আদর্শ ও নৈতিকতার শিক্ষা জন্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে দুই দিন ব্যাপী ঘুরে গেলেন রাজধানীর লালমাটিয়া সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক গন।
দুইদিনে জেলার ৫টি উপজেলায় সরেজমিন ঘুরে জানলেন, জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় প্রতিটি উপজেলায় সামাজিক সংগঠনগুলোর কর্মীদের সাথে মতবিনিময় করেন তারা।
“সজহ পাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গোয়ালন্দ উপজেলায় আসলে “গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপ্ন কুমার মজুমদার সকলের রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করেন। সকলের মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন এবং মতবিনিময় করেন।
এসময় উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, গৎবাঁধা পড়াশোনা নয়। যে কোন পরিবেশে কিভাবে টিকে থাকতে হয়, সব পরিবেশে কিভাবে মানিয়ে চলতে হয়, ভয় ও জড়তা মুক্তভাবে যাতে গড়ে উঠতে পারে, এমন ভাবে গড়ে উঠা আমাদের সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্য। দুই দিনের এই সফরে আমরা রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জেনেছি। পদ্মা নদী ও গ্রামীন পুজা দেখাটা অভূতপূর্ব ছিল।
এসময় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, সমাজকে মাদক ও অপরাধ মুক্ত করতে হলে একাডেমি শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা অবশ্যই প্রয়োজন। সুতরাং সকল শিক্ষার্থীদের সামাজিক শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের এই গুরু দায়িত্ব পালন করতে হবে।
রাজধানীর লালমাটিয়া সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগম বলেন, সারাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন মানুষের সাথে মেশা, বিভিন্ন বৈচিত্র অর্জন করে একজন সত্যিকারে মানুষ হোক এই প্রত্যাশা থেকে আমাদের ভ্রমন। শিশুরা তাদের কার্যক্রমের মাধ্যমে মানব কল্যাণে কাজ করুক ও শাশ্বত বাঙালি হওয়ার শিক্ষা গ্রহন করুক এমনই উদ্দেশ্যই হওয়া উচিত। সারাদেশের সব স্কুলই সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ের মতো আনন্দ নিকেতন হয়ে উঠুক। হয়ে উঠুক শিশুদের অভয়ারণ্য।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।