প্রাইভেট না পড়ায় ছাত্রীর হাত ভেঙে দিলেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ৩রা এপ্রিল ২০২২ ১১:০৪ অপরাহ্ন
প্রাইভেট না পড়ায় ছাত্রীর হাত ভেঙে দিলেন শিক্ষক

সিরাজগঞ্জের তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় অফিস রুমে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।


গতকাল শনিবার (২ মার্চ) দুপুরে তাড়াশ সদরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটলে রোববার সকালে স্কুলছাত্রীর বাবা মো. মজিবর রহমান প্রধান শিক্ষক আলী হাসান বিএসসি’র বিচার দাবি করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আহত শিক্ষার্থী মোছা. মাহিয়া খাতুন তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও পৌর এলাকার মো. মজিবর রহমানের মেয়ে।


স্কুলছাত্রীর বাবা মজিবর রহমান বলেন, জেলার তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছা. মাহিয়া রহমান গতকাল শনিবার দুপুরে টিফিনের পর বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। এ সময় প্রধান শিক্ষক মো. আলী হাসান তাকে অফিসকক্ষে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় স্কুলছাত্রীর হাত ভেঙে যায়। পরে আহতবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক এক্সরে করার পর বাম হাতের কব্জি উপরের হাড় ভেঙে গিয়েছে।


এ বিষয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হাসান (বিএসসি) বলেন, শনিবার টিফিনের পর স্কুলছাত্রী মাহিয়া মোবাইল ফোনে কথা বলছে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে এনে মোবাইল ফোন জব্দ করি। পরে সে ফেরার পথে আমাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় অন্য ছাত্রীদের মুখে শুনে তাকে অফিস ডেকে এনে বেত দিয়ে আঘাত করেছি। এতে হাত ভাঙার মতো কিছু ঘটেনি।


তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, স্কুলছাত্রী মাহিয়ার বাবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।