ভর্তির ফল প্রকাশ বেসরকারি স্কুলের, যেভাবে জানা যাবে

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: রবিবার ১৯শে ডিসেম্বর ২০২১ ১১:০৬ অপরাহ্ন
ভর্তির ফল প্রকাশ বেসরকারি স্কুলের, যেভাবে জানা যাবে

দেশের বেসরকারি স্কুলগুলোতে (মহানগর ও জেলা পর্যায়) ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) লটারি  কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


লটারিতে আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ২ লাখ ৭৬ হাজার ৬৪১ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।


লটারি উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। এরমধ্যে একটি অনৈতিক বিষয়ও জড়িয়ে যায়। অনেক রকম তদবিরের চাপ থাকে। পুরোটা এই নেতিবাচক চর্চা, সেটা দূর করার জন্য আগে থেকেই ভাবছিলাম। এরপরই লটারির বিষয়টি সামনে আসে।


তিনি বলেন, এটা যেহেতু চালু হয়েছে, প্রতিবছরই এটা থাকবে। গত বছর করা হয়েছিল মহানগরে। এবার জেলা পর্যায়ে লটারি করা হয়েছে। উপজেলাগুলো লটারির আওতায় আনিনি। আগামীতে সব প্রতিষ্ঠান লটারির আওতায় আসবে।


লটারির ফল জানবেন যেভাবে:

সারাদেশে ২ হাজার ৯০৭টি বিদ্যালয়ে ৯ লাখ ৪০ হাজার ৮০৭ শূন্য আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছিল ৩ লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী। তবে অনেকে একাধিক স্কুলে আবেদনও করেছিল। সব মিলিয়ে প্রকৃত আবেদনকারীর সংখ্যা ছিল ৭ লাখ ১৪ হাজার ৮২১টি। তবে মোট আসনের বিপরীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র এক তৃতীয়াংশ।


এদিকে, https://gsa.teletalk.com.bd গিয়ে শিক্ষার্থীরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লটারির ফল দেখতে পারবেন।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস আদেশে অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।