জুয়া খেলার অভিযোগে রাবিতে বহিরাগত সহ আটক ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২রা সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৯ অপরাহ্ন
জুয়া খেলার অভিযোগে রাবিতে বহিরাগত সহ আটক ১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চতুর্থ শ্রেণির কর্মচারি ক্লাব থেকে জুয়া খেলার অভিযোগে বহিরাগতসহ ১২ জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও মতিহার থানা পুলিশ এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন কর্মচারী ক্লাবে একটি রুমে প্রায় অর্ধশতাধিক কর্মচারিসহ বহিরাগতরা মিলে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে  জুয়া খেলছিল। এসময় রুম থেকে বিপুল পরিমাণ তাস উদ্ধার করা হয়।  চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি ইমান হাসান জুয়া খেলায় বিষয়টি স্বীকার করে বলেন, এখানে খুবই অল্পপরিমাণের বাজিতে জুয়া খেলা হয়। কখনো হয়তো পেপসি বা চায়ের বাজিতে খেলা হয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোতে আরও বড় বাজিতে জুয়া খেলা হয় সেখানে পুলিশ বা প্রক্টর অভিযান পরিচালনা করতে পারেনা। কিন্তু আমরা সাধারণ কর্মচারি তাই আমাদের এখানে এ ধরনের অভিযান চালানো হয়। নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় আমরা আগামীকাল ইউনিয়নের বৈঠক ডেকেছি । বৈঠক শেষে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।

এ বিষয়ে প্রক্টর লুৎফর রহমান বলেন, মাদকের কারবার চলে ও জুয়া খেলা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্মচারি ক্লাবে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার অপরাধে বহিরাগতসহ ১২ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়ে তিনি আরো বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীরা মাদক ও জুয়ার কারণে তাদের টাকা পয়সা নষ্ট করছে। বহিরাগতরা এসে তাদের মাদক ও জুয়া খেলায় উদ্বুদ্ধ করছে। তাই তাদের এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কর্মচারী ক্লাবে মাদক ও জুয়া খেলা হয় এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদেরকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব