ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে ইবি’র মানববন্ধন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োগ ও পদন্নোতির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকরা মানববন্ধন করেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব এর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. আনোয়ারুল হক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম। এসময় বক্তারা বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট স্বায়ত্তশাসন অনুযায়ী চলবে। ইউজিসির অভিন্ন নীতিমালা সেই স্বায়ত্তশাসনের পরিপন্থী। এটি বিশ্বমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি বাধা। আমরা সর্বসম্মত ভাবে নীতিমালাটি প্রত্যাখান করছি। শিক্ষকরা আগামীকাল উক্ত দাবিতে ঢাকায় কেন্দ্রীয় মানববন্ধনে সর্মথনের ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।